ক্যারিয়ার ডেস্ক
আর্ন্তজাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা, শিক্ষাজীবন শেষে সহজেই পছন্দনীয় পেশায় যোগদান ও নাগরিক সুবিধার কারণে পৃথিবীর প্রায় প্রতিটি দেশের শিক্ষার্থীদের পড়ার জন্য প্রথম পছন্দ কানাডা। আপনি যদি কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, তবে আজকের লেখাটি আপনার জন্য।২০২৪ সালে কানাডাসহ সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তির ঘোষণা দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ আবেদন জানুয়ারি ২০২৪-এ শুরু হতে যাওয়া উইন্টার ইনটেকের জন্য।
আবেদনের সময়সীমা
বিদেশি শিক্ষার্থীরা এ বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর কানাডার নাগরিকেরা এ বছরের ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে
অনলাইনে আবেদনের সব কাজ নিজেকেই করতে হবে। সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে করা যাবে আবেদন।
ভাষাগত দক্ষতা
ইংরেজি ভাষাভাষী দেশের প্রার্থীদের আইইএলটিএস, টোফেল বা অন্যান্য স্কোর না থাকলেও হবে। কিন্তু ইংরেজি ভাষাভাষীর বাইরের দেশের নাগরিকদের আইইএলটিএসএ ৬ দশমিক ৫ অথবা টোয়েফেল ৮৬ অথবা পিটিইতে ৬৩ অথবা ডুয়োলিঙ্গে ১১০ পেতে হবে।
নিজে আবেদনের লিংক: https://grad.usask.ca/admissions/how-to-apply.php
অনলাইনে নিজেই আবেদন করতে চাইলে ভিজিট করুন: https://www.usask.ca/admission/ লিংকে।
ন্যূনতম যোগ্যতা জানতে ভিজিট করুন: Minimum admission requirements লিংকে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধির মাধ্যমে আবেদন করা যাবে। নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওই বিশ্ববিদ্যালয়ে নিজ দেশের প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করে আবেদন করা যাবে। এ জন্য লিংকে ভিজিট করতে হবে।
বৃত্তি-সম্পর্কিত আরও তথ্য জানতে ঢুঁ মারতে পারেন লিংকে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে ক্লিক করুন এই ঠিকানায়।
Discussion about this post