শিক্ষার আলো ডেস্ক
কানাডাতে উচ্চশিক্ষায় ইচ্ছুক এমন শিক্ষার্থীদের কাছে সর্বাধিক জনপ্রিয় একটি বৃত্তি হচ্ছে ভেনিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ (Vanier Canada Graduate Scholarships) । পিএইচডি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কানাডাতে পড়ালেখা করার সুযোগ করে দিতেই কানাডার সরকার ১৬৭টি বৃত্তি দিয়ে থাকে। সাধারণত পিএইচডি গবেষণার জন্য এ বৃত্তি দেয়া হয়। বৃত্তির মেয়াদ তিন বছর। এই স্কলারশিপটি সকলের জন্য উন্মুক্ত। বিশ্বের সকল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে-
এই স্কলারশিপের আওতায় পিএইচডি প্রোগ্রাম করানো হয়। হেলথ রিসার্চ, ন্যাচারাল সাইন্স রিসার্চ, ইঞ্জিনিয়ারিং সাইন্স রিসার্চ, সোশ্যাল সাইন্স রিসার্চ ও হিউমানিটি রিসার্চ করা যাবে এই প্রোগ্রামে।
সকল বিষয় এর লিষ্ট জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট https://vanier.gc.ca/en/home-accueil.html
বৃত্তির সুযোগ সুবিধাসমূহ:
এই স্কলারশিপের আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে বছরে ৫০,০০০ কানাডিয়ান ডলার দেওয়া হবে, ৩ বছরের জন্য।
ভ্যানিয়ার কানাডা স্কলারশিপের যোগ্যতার মানদণ্ড
১. আবেদনকারীকে অবশ্যই কানাডায় অধ্যয়নরত একজন শিক্ষার্থী হতে হবে, কানাডিয়ান বা বিদেশী।
২. আবেদনকারীকে অবশ্যই পিএইচডিতে পূর্ণ-সময় নথিভুক্ত হতে হবে। একটি কানাডিয়ান প্রতিষ্ঠানে প্রোগ্রাম।
৩. প্রার্থীকে অবশ্যই এমন একটি বিশ্ববিদ্যালয় দ্বারা মনোনীত হতে হবে যেটিকে ভ্যানিয়ার সিজিএস স্লট বরাদ্দ করা হয়েছে।
৪. আবেদনকারীকে অবশ্যই তাদের উদ্বোধনী পিএইচডিতে নথিভুক্ত হতে হবে। কার্যক্রম.
৫. আবেদনকারী অন্য কোনো ডক্টরেট প্রোগ্রামের জন্য তিনটি কানাডিয়ান এজেন্সি (CIHR, NSERC, বা SSHRC) থেকে কোনো ফেলোশিপ বা বৃত্তি পাচ্ছেন না।
৬. প্রার্থীকে অবশ্যই গত দুই বছরে তাদের পড়াশোনায় প্রথম-শ্রেণীর গড় অর্জন করতে হবে।
৭. যৌথ পেশাদার ছাত্র ডিগ্রি প্রোগ্রাম (যেমন MD/PhD, DVM/PhD, JD/PhD) যোগ্য, কিন্তু শুধুমাত্র Ph.D এর জন্য অর্থায়ন। অংশ প্রদান করা হবে।
৮. প্রার্থীর গবেষণা প্রস্তাবের একটি উল্লেখযোগ্য গবেষণা উপাদান থাকতে হবে।
৯. আবেদনকারীকে অবশ্যই ভ্যানিয়ার কোটা বা অন্য কোন প্রতিষ্ঠানের অনুষদ সদস্য হতে হবে না।
যোগ্য হওয়ার জন্য, আবেদনকারীকে পিএইচডি করার জন্য প্রতিষ্ঠান থেকে ছুটি পেতে হবে। কার্যক্রম.
১০. আবেদনকারীকে অবশ্যই একজন ছাত্র হিসাবে নিবন্ধিত হতে হবে পূর্ণ সময়ের ভিত্তিতে. শিক্ষার্থীর যদি অক্ষমতা বা পারিবারিক দায়িত্ব থাকে, তাহলে তাকে খণ্ডকালীন ছাত্র হিসেবে নথিভুক্ত করার অনুমতি দেওয়া হতে পারে।
১১. খণ্ডকালীন ছাত্রদের জন্য, দুই মাসের অধ্যয়ন একজন পূর্ণকালীন ছাত্রের জন্য এক মাসের অধ্যয়নের সমতুল্য বলে বিবেচিত হবে৷
১২. কানাডিয়ান ফেডারেল সরকারী কর্মচারীরা যোগ্য হতে পারে, যদি তারা সরকার থেকে অবৈতনিক ছুটি নেয়।
১৩. যেসব প্রার্থীরা যোগ্যতার মাপকাঠি পূরণ করে তাদের ভ্যানিয়ার স্কলারশিপ এবং এজেন্সি-নির্দিষ্ট পিএইচডি উভয়ের জন্যই আবেদন করার অনুমতি দেওয়া হয়। বৃত্তি
যাইহোক, একাধিক বৃত্তির জন্য নির্বাচিত হলে, তাদের নির্বাচন প্রক্রিয়ার পরে একটি পুরস্কার বেছে নিতে হবে।
ভ্যানিয়ার কানাডা স্কলারশিপের জন্য প্রয়োজনীয় নথিপত্র
১. রিসার্চনেটের মাধ্যমে একটি আবেদনপত্র।
২. রেফারেন্সের দুটি অক্ষর।
৩. একটি কারিকুলাম ভিটা (সিভি) বা জীবনবৃত্তান্ত।
৪. সংক্ষিপ্ত গবেষণা অবদান, এক পৃষ্ঠায় সীমাবদ্ধ।
৫. প্রার্থীর নেতৃত্বের গুণাবলী তুলে ধরে একটি ব্যক্তিগত বিবৃতি।
৬. প্রার্থীর নেতৃত্বের ক্ষমতার উপর ফোকাস করে রেফারেন্সের দুটি চিঠি।
৭. সর্বোচ্চ দুই পৃষ্ঠার দৈর্ঘ্য সহ একটি গবেষণা প্রস্তাব।
৮. পাঁচ পৃষ্ঠা পর্যন্ত একটি নথিতে প্রজেক্টের পছন্দগুলি বর্ণিত হয়েছে৷
৯. একাডেমিক ডকুমেন্টেশন, ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট সহ।
১০. বিশেষ পরিস্থিতির নথিপত্র, যদি প্রযোজ্য হয়, খণ্ডকালীন শিক্ষার্থীদের জন্য, ০.৫ পৃষ্ঠার বেশি নয়।
আবেদনের সময়সীমা
আবেদনের সময় নভেম্বর ২০২৩। তবে হালনাগাদ ডেডলাইন জানতে নজর রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এ-https://vanier.gc.ca/en/home-accueil.html
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীরা যে কানাডিয়ান ইন্সটিটিউশনে পড়তে চান, তাদের দ্বারা অবশ্যই মনোনীত হতে হবে। প্রথমে কানাডিয়ান কোন একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে। কানাডার বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয় -টরন্টো বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, ওয়াটারলু বিশ্ববিদ্যালয়, আলবার্টা বিশ্ববিদ্যালয় ইত্যাদি।
Discussion about this post