শিক্ষার আলো ডেস্ক
সুইডেনে পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপের কথা ভাবলে যে নামটি সবার আগে চলে আসে তা হলো এসআই স্কলারশিপ (SI Scholarship)। এসআই স্কলারশিপ নামে পরিচিত এ স্কলারশিপের মূল নাম হলো সুইডিশ ইন্সটিটিউট স্টাডি স্কলারশিপস (Swedish Institute Study Scholarships). আবেদন করতে হবে দুইটি ধাপে। প্রথম ধাপে আবেদনের সময় ডিসেম্বর। প্রথম ধাপে উত্তীর্ণ হলে দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে ফেব্রুয়ারিতে। তারপর যারা বৃত্তি পাবেন তাদের নাম প্রকাশ করা হবে এপ্রিলে (ইমেইল করা হবে)।
এ বছর এই স্কলারশিপটি Swedish Institute Scholarships for Global Professionals (SISGP) নামে দেয়া হচ্ছে। মূলত সুইডেনে ১-২ বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে। এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ তবে যদি প্রথম বছরে রেজাল্ট ভালো না হয়, তবে দ্বিতীয় বছরে আর বৃত্তি দেওয়া হয় না।
শরৎকালীন সেমিস্টার ২০২০ সাল থেকে সুইডেনে পূর্ণকালীন মাস্টার্স ডিগ্রি অধ্যয়নের জন্য আনুমানিক ৩০০ জনকে এই স্কলারশিপ দেয়া হচ্ছে । বৃত্তিটি পুরো-এক বছরের বা দুই বছরের মাস্টার্সের প্রোগ্রামগুলির জন্য তৈরি এবং কেবল শরৎকালীন সেমিস্টারে শুরু হওয়া প্রোগ্রামগুলির জন্য দেয়া হয়ে থাকে।
টিউশন ফি প্রতিটি সেমিস্টারের শুরুতে সরাসরি সুইডিশ বিশ্ববিদ্যালয়গুলিতে প্রদান করা হয়। বৃত্তির সময়কালে লিভিং এলাউয়েন্স এর জন্য মাসিক উপবৃত্তি প্রদান করা হয়।
সারা বিশ্বের ৩৪ টি দেশের মোট ৩০০ জনকে এই স্কলারশিপে দেওয়া হয়ে থাকে। আর এই তালিকায় বাংলাদেশও আছে তাই বাংলাদেশের শিক্ষার্থীরাও এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারেন।
আবেদনের যোগ্যতা-
স্কলারশিপের জন্য আপনার থাকতে হবে নিম্নোক্ত যোগ্যতাঃ
১। কমপক্ষে ২ বছরের বা ৩০০০ ঘন্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মভিজ্ঞতা শুধু চাকুরী নয়, বরং বিভিন্ন লিডারশীপ প্রোগ্রাম থেকে শুরু করে ইন্টার্নশিপ, সোশ্যাল ওয়ার্কও এই ক্ষেত্রে বিবেচ্য হবে।
২। IELTS এ থাকতে হবে। আপনি যে বিষয়ে আবেদন করছেন সে অনুযায়ী আপনার IELTS Score প্রয়োজন পড়বে। সাধারণত IELTS score 6.0 চাওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে IELTS ছাড়াও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে Medium of Instruction (English) সার্টিফিকেট জমা দিতে হবে।
স্কলারশিপের আওতায় যা যা রয়েছে-
১। সম্পুর্ন টিউশন ফি,
২। মাসে লিভিং এক্সপেন্স মেটানোর জন্য ১০০০০ SEK ভাতা যা বাংলাদেশী টাকায় প্রায় ৯৩ হাজার টাকা,
৩। ১৫০০০ (১ লাখ ৪০ হাজার টাকা প্রায়) SEK পর্যন্ত এককালীন ট্রাভেল ভাতা,
৪। স্বাস্থ্যবীমা,
৫। এককালীন ভ্রমন ভাতা,
৬। SI Network for the Future Global Leaders (NFGL) নামক সংঘটনের ফ্রী মেম্বারশীপ।
৭। স্কলারশিপ পিরিয়ড শেষে ফ্রী মেম্বারশীপ সুবিধা মিলবে SI Alumni Network এর সাথে যুক্ত হওয়ার যা পেশাগত ক্যারিয়ারে অনেক বেশি সুবিধা প্রদান করবে।
যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে-
এই স্কলারশিপের আওতায় মাস্টার্স প্রোগ্রাম করানো হয়। বিশ্ববিদ্যালয় আর কোর্সগুলো সমন্ধে বিস্তারিত জানতে ভিজিত করুনঃ https://www.universityadmissions.se/intl/start
স্কলারশিপ প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় কাগজপত্র-
১। মোটিভেশন লেটার
২। একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট।
৩। ইউরোপিয়ান ফরম্যাটে CV । যেটা বলা হয় ইউরোপাস (Europass) ; এই ফরম্যাটে সিভি তৈরির জন্য অনুসরণ করুন এই লিংক: https://europass.cedefop.europa.eu/en/documents/curriculum-vitae
৪। দুটি রেফারেন্স লেটার। অন্তত ১ টি তে আপনার কাজের বা চাকরির বিবরণ থাকতে হবে। অবশ্যই ঝওঝএচ ফরমে রেফারেন্স নিতে হবে। ফরম অফিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
৫। কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
৬। পাসপোর্টের স্ক্যান কপি
৭। IELTS এর সনদ
Discussion about this post