শিক্ষার আলো ডেস্ক
উচ্চশিক্ষার জন্য একসময় শিক্ষার্থীরা পশ্চিমা দেশগুলোতে বেশি ভিড় জমাত। তবে এখন এশিয়ায় উচ্চশিক্ষারও জনপ্রিয়তা বেড়েছে। এর মধ্যে অন্যতম হলো থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)। আর তাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড সরকার। থাইল্যান্ডের এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই স্কলারশিপ-২০২৪ এর আওতায় এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং।
সুযোগ-সুবিধাসমূহ-
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান।
* আবাসন সুবিধা প্রদান।
* জীবনযাত্রার খরচ প্রদান।
* রেজিস্ট্রেশন ফি প্রদান।
যোগ্যতাসমূহ-
* স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক ক্ষেত্রে সিজিপিএ ৩.৫/৪.০ থাকতে হবে।
* পিএইচডির জন্য অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে । একাডেমিক ক্ষেত্রে সিজিপিএ স্নাতক এবং স্নাতকোত্তরে ৩.৫/৪.০ থাকতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইএলটিএস ব্যান্ডস্কোর অন্তত ৬.০ থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র-
* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট এর কপি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র এবং মার্কশীট।
* দুইটি রেফারেন্স লেটার।
* ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ।
* রিসার্চ প্রপোজাল।
আবেদন প্রক্রিয়া-
আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলী অনুসরণ করে সরাসরি আবেদন করতে হবে।
Discussion about this post