শিক্ষার আলো ডেস্ক
ইটিএইচ হলো সুইজারল্যান্ডের জুরিখের একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি সুইস ফেডারেল সরকার প্রতিষ্ঠিত। এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাইলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইটিএইচ জুরিখ এক্সিলেন্স স্কলারশিপ ২০২৪-এর জন্য আবেদন করতে পারবেন। ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ৬০টি বৃত্তি রয়েছে। বৃত্তি–সংক্রান্ত সিদ্ধান্ত ২০২৪ মার্চের শেষে প্রার্থীদের জানানো হবে।
জুরিখ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ডিগ্রির জন্য বৃত্তি দেয়। ডিগ্রি প্রোগ্রামের সময় শিক্ষার্থীদের পড়াশোনা ও জীবনযাত্রার ব্যয়ে সহায়তা করে এ বিশ্ববিদ্যালয়। স্কলারশিপের জন্য আগ্রহী ব্যক্তিদের অবশ্যই অনলাইনে মাস্টার অ্যাপ্লিকেশন (ইঅ্যাপ্লাই) করতে হবে।
বৃত্তির সুযোগ–সুবিধা
জীবনযাত্রার ব্যয় ও পড়াশোনার খরচ (প্রতি সেমিস্টারে ১২ হাজার সুইস ফ্রাঁ) পাশাপাশি টিউশন ফি মওকুফ। ১ সুইস ফ্রাঁ সমান ১২১ টাকা ৬৭ পয়সা। সে হিসাবে বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৫৯ হাজার ৯৮৪ টাকা মিলবে প্রতি সেমিস্টারে।
বৃত্তিটি মাস্টার্স প্রোগ্রামের (তিন বা চার সেমিস্টার) জন্য প্রদান করা হয়।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ে ফ্রি স্কলারশীপ !
ডিগ্রি প্রোগ্রাম
ইটিএইচ ইউনিভার্সিটির অফার করা ডিগ্রি প্রোগ্রামগুলোর তালিকা—
স্থাপত্য ও সিভিল ইঞ্জিনিয়ারিং
সিস্টেম ওরিয়েন্টেড ন্যাচারাল সায়েন্স
ন্যাচেরাল সায়েন্স অ্যান্ড ম্যাথ
ম্যানেজমেন্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্স
ইঞ্জিনিয়ারিং সায়েন্স
আবেদনের নথি
সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ এক্সিলেন্স স্কলারশিপে মাস্টার্স প্রোগ্রামে থিসিসের জন্য একটি প্রাক-প্রস্তাবনা পাঠাতে হয়। এ ছাড়া দুটি রেফারেন্স চিঠিও দিতে হবে আবেদনের সঙ্গে। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৩।
বিস্তারিত জানতে ক্লিক করুন- https://opportunitiescorners.com/eth- zurich-excellence-scholarship-2024
Discussion about this post