শিক্ষার আলো ডেস্ক
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে তিন বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি। ‘গ্লোবাল এক্সিলেন্স এবং মোবিলিটি স্কলারশিপ ( জিইএমএস)’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর।
পিএইচডি প্রোগ্রামের প্রথম ৩০ মাস মোনাশ ইউনিভার্সিটির মালয়েশিয়ার ক্যাম্পাসে এবং পরবর্তী ১২ মাস পরিচালিত হবে অস্ট্রেলিয়ার ক্যাম্পাসে।
আরও পড়ুন-স্নাতকোত্তর-পিএইচডি ডিগ্রিধারীদের জন্য ইউনেস্কোর ইন্টার্নশিপ
সুযোগসুবিধা-
* সম্পূর্ণ বিনাবেতনে অধ্যায়নের সুযোগ।
* জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতিটি শিক্ষার্থীকে প্রথম ৩০ মাস মালয়েশিয়া থাকাকালীন প্রতি মাসে ২৮০০ রিঙ্গিত (বাংলাদেশী টাকায় প্রায় ৬৫ হাজার টাকা) প্রদান করা হবে।
* দ্বিতীয় ১২ মাস অস্ট্রেলিয়া থাকাকালীন প্রতি মাসে ৮,৫০০ রিঙ্গিত (বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ৯৮ হাজার টাকা) প্রদান করা হবে।
* মালয়েশিয়া থেকে প্রোগ্রাম শেষ করে অস্ট্রেলিয়া যাওয়ার সময় আলাদা ভ্রমণ ভাতা প্রদান করবে।
যোগ্যতাসমূহ-
* স্নাতকোত্তর ডিগ্রীধারি হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে এবং প্রতিটি সেকশনে অন্তত ৬.০ করে থাকতে হবে।
* প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র-
* জীবন বৃত্তান্ত।
* পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র এবং মার্কশীট।
* ভাষা দক্ষতার সনদপত্র।
* দুইটি রেফারেন্স লেটার।
* স্টেটমেন্ট অব পারপাস।
* রিসার্চ প্রপোজাল।
* আপনি কেন এঊগঝ প্রোগ্রামের জন্য উপযুক্ত বলে মনে করেন, তার ব্যক্তিগত বিবৃতি (৩০০ শব্দ)।
আবেদন পদ্ধতি-
অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন
Discussion about this post