ক্যারিয়ার ডেস্ক
চীনের মিনিস্ট্রি অব ফাইন্যান্সের অর্থায়নে যেকোনো দেশের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি হলো মফকম বৃত্তি। ১—২ বছর মেয়াদি মাস্টার্স এবং ৩ বছর মেয়াদি পিএইচডি ডিগ্রির জন্য এ বৃত্তি দেওয়া হয়। বাংলাদেশিরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সরকারি কর্মচারী, রিসার্চ ফেলো এবং ব্যবস্থাপনা খাতে ৩ বছর কাজ করা এবং ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করা অভিজ্ঞ প্রফেশনালদের জন্য এই বৃত্তি । চীনের ২৭টি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে এই বৃত্তির জন্য।
আবেদনের যোগ্যতা
* বাংলাদেশের নাগরিক এবং ৪৫ বছরের কম
* স্নাতক ডিগ্রিধারী এবং ৩ বছরের কাজের অভিজ্ঞতা
* আইইএলটিএস স্কোর ৬
আরও পড়ুনঃ পিএইচডি’তে ফুল-ফ্রি স্কলারশিপ যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজে
প্রয়োজনীয় কাগজপত্র
* আবেদনকারীর জীবনবৃত্তান্ত/একাডেমিক সিভি
* স্টেটমেন্ট, গবেষণা প্রস্তাবনা এবং ক্যারিয়ার ভাবনা
* একাডেমিক ফলাফলের প্রমাণ হিসেবে নম্বরপত্র বা সার্টিফিকেট
* একাডেমিক রিকমেন্ডেশন এবং প্রফেশনাল রিকমেন্ডেশন
* পাসপোর্টের কপি
* ইংরেজি ভাষা দক্ষতার প্রমানপত্র (আইএলটিএস)
* পাসপোর্ট আকারের ছবি
* বৃত্তি আবেদন ফর্ম
* আবেদনের শেষ সময় : ১ এপ্রিল ২০২৪
* ফল প্রকাশ: ২০২৪ সালের আগস্টের শেষ সপ্তাহে
* ফল বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাস থেকেও মিলবে
আবেদন করতে এবং মফকম স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত
মফকম বৃত্তির আবেদনসহ বিস্তারিত তথ্যর জন্য জানতে ক্লিক করুন ।
Discussion about this post