শিক্ষার আলো ডেস্ক
বিশ্বব্যাংকের ‘রবার্ট এস ম্যাকনামারা ফেলোশিপ প্রোগ্রাম’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা গবেষণার জন্য ফেলোশিপ পাবেন। আট মাস মেয়াদী এই ফেলোশিপে আবেদন করতে পারেবেন বাংলাদেশসহ বিশ্বব্যাংকের যেকোনো সদস্যদেশের স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা । এ ফেলোশিপের মেয়াদ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মে পর্যন্ত।
সুযোগ—সুবিধা
ভিসা পেতে বিশ্বব্যাংকের মানবসম্পদ বিভাগ সহায়তা করবে;
ফেলোশিপে ৮ মাসে ৪৬ হাজার ৫০০ মার্কিন ডলার দেওয়া হবে। (২০ ফেব্রুয়ারি ১ মার্কিন ডলার সমান ১০৯ টাকা ৮৭ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় ৫১ লাখ ৯ হাজার ১২৭ টাকা);
নির্বাচিত শিক্ষার্থীরা গবেষকদের তত্ত্বাবধানে বিশ্বব্যাংকে কাজ করার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
ইংরেজিতে দক্ষতা থাকতে হবে;
স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থী হতে হবে;
আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে (২০২৪ সালের জুনে এ বয়স);
ফেলোশিপে অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ওয়াশিংটন ডিসিতে স্থানান্তর করতে ইচ্ছুক হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনকারীকে আবেদনের সঙ্গে একটি সিভি দিতে হবে;
দুটি রেফারেন্স লেটার;
পারসোনাল স্টেটমেন্ট।
অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
Discussion about this post