শিক্ষার আলো ডেস্ক
‘চ্যানেল আইয়ের ১৬তম মিউজিক এওয়ার্ড’ অনুষ্ঠানে বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীদের জন্য মিলিয়ন ডলারের (সাড়ে ৮ কোটি টাকা) স্কলারশিপ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের আই-গ্লোবাল ইউনিভার্সিটি চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ।
রবিবার ১৪ নভেম্বর আমন্ত্রিত অতিথি হিসেবে চ্যান্সেলর আবু বকর হানিফকে মঞ্চে ডেকে নেন অভিনেতা-শাহরিয়ার নাজিম জয় । এ সময় আই-গ্লোবাল ইউনিভার্সিটির চলতি শিক্ষা বর্ষে বাংলাদেশ থেকে ইতিমধ্যেই আসা প্রায় ৪০ জন শিক্ষার্থীর প্রসঙ্গ টেনে বলেন, যুক্তরাষ্ট্রের বাংলাদেশি মালিকানাধীন প্রথম ও এখন পর্যন্ত একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে অবশ্যই আমার মাতৃভূমির মেধাবি শিক্ষার্থীরা বিশেষ সুযোগ পেতে পারেন। সে আলোকেই ২০২২ শিক্ষাবর্ষে যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে ভিসা পাবেন, তার মধ্যে এইচএসসিতে ‘এ’ এবং ব্যাচেলরে ৩.৫ জিপিএ প্রাপ্তরাই স্কলারশিপের জন্যে আবদনের যোগ্য হবেন।
এ সময় চ্যান্সেলর হানিফ আরও বলেন, প্রতিষ্ঠানটি আমার মালিকানায় আসার পরই গত বছর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনের সম্মানে ‘ড. মোমেন স্কলারশিপ’ ঘোষণা করেছিলাম। বেশ কয়েকজন সে স্কলারশিপ পেয়েছেন। এই মিলিয়ন ডলারের স্কলারশিপে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট’ হিসেবে আগতরাই কেবলমাত্র অন্তর্ভুক্ত হবেন বলেও উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ‘আমাজুরা পার্টি হল’-এ চ্যানেল আইয়ের এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে এ অনুষ্ঠানে ৫০ গুণী কন্ঠশিল্পীর নাম ঘোষণা করেন শাইখ সিরাজ। এরমধ্যে সাবিনা ইয়াসমীন, রথীন্দ্রনাথ রায়, নীনা হামিদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, সামিনা নবীসহ ৮ জনকে তা হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post