শিক্ষার আলো ডেস্ক
চীনের হুবেই প্রদেশে অবস্থিত চীনের উহান নগরী। বছর কয়েক আগেও আমাদের কাছে শহরটি খুব একটা পরিচিতি ছিলনা। কিন্তু করোনাভাইরাস এসে উহান নগরীকে বেশ পরিচিত করিয়েছে। তার কারণ চীনের উহান নগরী ছিল করোনাভাইরাস মহামারির গ্রাউন্ড জিরো। এখান থেকেই বিশ্বে করোনা মহামারী ছড়িয়ে পড়ে। তবে সবার আগে উহান নগরীই করোনামুক্ত হয়ছিলো তাদের উন্নত শিক্ষাব্যবস্থার কারণে। সেই উহান শহরে বিনা খরচে পড়ার সুযোগ পেলে কেমন হয়?
স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চীনের উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি। বাংলাদেশসহ মোট ৬৪টি দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মার্চ।
চাইনিজ গভমেন্ট স্কলারশিপ ও বেল্ট এন্ড রোড প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি করতে কোনো খরচ লাগবে না। টিউশন ফি মওকুফ, মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবীমা, আবাসন সুবিধা ও ভ্রমণ ভাতা সহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
স্নাতকোত্তর কোর্সের মেয়াদ ৩ বছর এবং পিএইচডির মেয়াদ ৪ বছর। চাইনিজ অথবা ইংরেজি ভাষায় এসব কোর্স করা যাবে।
শিক্ষার্থীরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়া
Discussion about this post