নিজস্ব প্রতিবেদক
নানা আয়োজনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ক্যাম্পাসে আলোচনা সভা, নাতে রাসূল (সা.) এর আসর, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) আখেরী নবী। তার প্রমাণ হলো, তার পর পৃথিবীতে আর কোন নবী আসেনি। আল-কুরআনের পর আর কোন আসমানী গ্রন্থ নাযিল হয়নি। রসূলের আদর্শ হলো জাতিভেদ, বর্ণভেদ, সাম্প্রদায়িকতা ইত্যাদি ভুলে উদারতা ও সহমর্মিতা সকলে মিলেমিশে সুন্দর জীবন যাপন করা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এস মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস এম এহসান কবীর।
অনুষ্ঠানে হামদ ও নাতে রসুল (সা.) পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ও মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ, পিএইচডি জালিয়াতিতে অভিযুক্ত উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফা, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন ও জনাব ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
Discussion about this post